মিথ্যে স্বপ্ন

দুচোখ ভরা স্বপ্ন ছিল

 প্রিয়সী তোমাকে নিয়ে,

বুঝতে পারিনি তোমার অবহেলায়

স্বপ্ন যাবে হারিয়ে।

তোমার চোখে নেই ভালবাসা 

শুধু আছে রাগ আর ঘৃণা,

পারিনি বাজাতে তোমার মনে

আমার প্রেমের বীণা।

তবেকি যোগ্য নই তোমাকে পাওয়ার

মনেতে প্রশ্ন জাগে,

ভুল করেছি ভুল,  জীবনে

ভেবে তো দেখিনি আগে।

সে ভুলের জন্য পায়নি

আমার স্বপ্নগুলো বাস্তবতা,

অনেক ভেবে স্বপ্ন দিয়েছি কবর

বুকে চাপিয়ে ব্যথা।

কেউ কখনো মিথ্যে  স্বপ্ন দেখোনা

সত্যি ভালবেসে

নিয়তি কাদাঁবে স্বপ্ন ভেঙে 

তোমাকে অবশেষে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মেঘলা রাতে

যদি তুমি চাও

পড়ন্ত বিকেলে