তুমি হয়তো
তুমি হয়তো আজও বসে জানালার ধারে   থাকো পথের দিকে চেয়ে ,   স্মৃতিগুলো ভেবে কি তোমার ঝরে    অশ্রু দু ’ গাল বেয়ে ।   কুড়িয়ে ফুল বকুল তলায়   তুমি হয়তো মালা গেঁথে গেঁথে ,   অপেক্ষায় আছো আমার গলায়   পরিয়ে তুমি দিতে ।   মধুর কোন স্বপ্ন দেখে মাঝরাতে   যদি  চোখ থেকে ঘুম চলে যায় ,   স্মৃতি নিয়ে কি গল্প করো তারার সাথে     তুমি বাড়ির আঙ্গিনায় ।   তুমি হয়তো আজও তোমার হৃদয়ে   আমার জন্য রেখেছো স্থান ,   ভাবো কি তুমি আনমনা হয়ে     কখন হবে এ বিরহের অবসান ।   তোমায় নিয়ে লেখা যত কবিতা   পড়েছো কি তুমি বসে নিরালায় ,   জলে ভিজেছে  কি দুচোখের পাতা     মনে করে শুধু আমায় ।   তুমি হয়তো আজও অঝোরে বৃষ্টি এলে     ঘরের বাইরে এসে ,     তোমার কোমল দুহাত মেলে   ভিজাও দেহ তুমি হেসে হেসে ।   তুমি হয়তো ভাবছো মোরে   ভালোবাসা উজার করে দিতে ,   এইতো আসছি কিছুদিন পরে   তোমায়  আপন  করে  নিতে ।