পড়ন্ত বিকেলে
    পড়ন্ত বিকেলে    মো: নাজিম হোসেন    পড়ন্ত বিকেলে বসে আছি   ছায়াঘেরা একস্থানে ,   প্রিয়তমা তোমাকে বারবার   পড়ে মোর মনে ।   ফেলে আসা দিনের স্মৃতি   আজ হৃদয়ে ভাসে ,   এ হৃদয়ে   বেদনা অনেক   তুমি নেই পাশে ।   পড়ন্ত বিকেলে সূর্য গেছে হেলে   পড়ে লম্বা দেয়ালের ছায়া ,   ভুলতে যে পারি না পেছনে পড়ে থাকা   দিনগুলোর মায়া ।   একসাথে কত পথ   চলেছি যে হেঁটে ,   কথার ভুবনে হারিয়ে গিয়ে   যেত সারা দিন কেটে ।   কতদিন দেখি না গো   প্রিয়সী তোমার মুখ,   সে কথা ভাবতেই বেদনায়   ভরে গেছে বুক ।   জানিনা তুমি আমায়   গেছো নাকি ভুলে ,   মনে পড়ে তোমাকে   এ-ই পড়ন্ত বিকেলে ।